ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চিলিকে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
চিলিকে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের

জয় দিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব শুরু করেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাক্সি গোমেসের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারায় উরুগুয়ে।

এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দুলই। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে উরুগুয়ের আক্রমণ থেকে একটি ক্রস ঠেকাতে গিয়ে চিলির ডিফেন্ডার সেবাস্তিয়ান ভেগাসের হাতে লেগে বল গোললাইনের বাইরে চলে যায়। রেফারি কর্নাররে বাঁশি বাজালেও শেষ মুহূর্তে ভিডিও রেফারির সহায়তায় পেনাল্টি দেন। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেস।

বিরতির পর শুরুতেই সমাত ফেরে চিলি। ৫৪ মিনিটে চার্লস আরাঙ্গুইজের থ্রু পাস থেকে বল পেয়ে যান অ্যালেক্সিস সানচেজ। ডান পায়ের শটে উরুগুয়ের গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে সমতায় ফেরে চিলি।

এরপর দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ হাত ছাড়া করে। তবে ম্যাচের নাটকীয়তা দেখা যায় শেষ মুহূর্তে। ইনুজরি সময়ে পেনাল্টি বক্সের বাইর থেকে ম্যাক্সি গোমেসের ডান পায়ের শট রুখতে পারেননি চিলির গোলরক্ষক। ২-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।