ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

এবার বেকহামের দলে যোগ দিলেন হিগুয়েনের বড় ভাইও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ১১, ২০২০
এবার বেকহামের দলে যোগ দিলেন হিগুয়েনের বড় ভাইও হিগুয়েন ভাইদ্বয়

চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন গঞ্জালো হিগুয়েন। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ড্রেসিংরুম ভাগ করার জন্য পাচ্ছেন খুব কাছের এক পরিচিত মুখকে।

 

হিগুয়েনের বড় ভাই ফেদেরিকোর সঙ্গেও চুক্তি করেছে ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাবটি। ইন্টার মিয়ামির জার্সিতে এখন থেকে দেখা যাবে হিগুয়েন ভাইদ্বয়কে। এমএলএস ইতিহাসে এই নিয়ে ১৮তম বারের মতো কোনো দুই সহোদরকে একসঙ্গে খেলতে দেখা যাবে।  

ফেদেরিকোর সঙ্গে চুক্তির ব্যাপারে মিয়ামি জানায়, চুক্তি সুরক্ষা করার পরে ডিসি ইউনাইটেড থেকে ফেদেরিকো হিগুয়েনকে আনা হচ্ছে।  

কলম্বাস ক্রিউ’র সঙ্গে ৮ বছরের সম্পর্কের ইতি টানার পর গত মার্চে ডিসি ইউনাইটেডে যোগ দেন ফেদেরিকো হিগুয়েন। তবে ক্লাবটির হয়ে মাত্র ১০ ম্যাচ খেলে ছোট ভাইয়ের সঙ্গে একই জার্সিতে খেলতে মিয়ামিতে এলেন  ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।