ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

এবার চেলসি থেকে ধারে মস্কোতে নাইজেরিয়ার মোজেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, অক্টোবর ১৬, ২০২০
এবার চেলসি থেকে ধারে মস্কোতে নাইজেরিয়ার মোজেস ভিক্তর মোজেস

ভিক্তর মোজেস চেলসিতে যোগ দিয়েছিলেন ২০১২ সালে। তবে স্টামফোর্ড ব্রিজে বেশিদিন থাকা হয়নি তার।

 

২০১৩ সালে ধারে যান লিভারপুলে। এরপর একেকটি মৌসুম শুরু হয় আর মোজেসও পাল্টে ফেলেন ঠিকানা। চেলসি থেকে ধারে তিনি খেলেছেন স্টোক সিটি, ওয়েস্ট হাম, ফেনেরবাচ ও ইন্টার মিলানে।  

এবার তিনি নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন রাশিয়াকে। চেলসি থেকে ধারে স্পার্তাক মস্কোতে যোগ দিয়েছেন নাইজেরিয়ান উইঙ্গার। রাশিয়ান ক্লাবটি মোজেসকে দলে নিয়েছে কেনার অপশন হাতে রেখে।

খাতায়-কলমে এখনও ২৯ বছর বয়সী তারকা চেলসির খেলোয়াড় হলেও ক্লাবটিতে তিনি মাত্র দুই বছর ছিলেন। গত মৌসুমে তাকে দেখা গেছে তুরস্কের ক্লাব ফেনারবাচে এবং ইতালিয়ান ক্লাব ইন্টারের জার্সিতে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।