ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

চলে গেলেন ফ্রান্সের সাবেক গোলরক্ষক মার্তিনি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, অক্টোবর ২০, ২০২০
চলে গেলেন ফ্রান্সের সাবেক গোলরক্ষক মার্তিনি ব্রুনো মার্তিনি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের সাবেক গোলরক্ষক ব্রুনো মার্তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

কার্ডিয়াক অ্যারেস্টের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় মার্তিনিকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেনে তিনি।

অক্সের, ন্যান্সি ও মঁপেলিয়ারের সাবেক গোলরক্ষক ফ্রান্সের জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৩১ ম্যাচ। ফরাসিদের হয়ে দু’টি ইউরো চ্যাম্পিয়নশিপে খেলেছেন মার্তিনি। ৯২ ইউরোতে আয়োজক সুইডেন, ইংল্যান্ড ও সেবারের চ্যাম্পিয়ন ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোলপোস্টের নিচে দেখা যায় তাকে।

চার বছর পর, ৩৪ বছর বয়সে ৯৬ ইউরোতে ফ্রান্স স্কোয়াডের অংশ হয়ে আয়োজক দেশ ইংল্যান্ডে যান তিনি।

মার্তিনি পেশাদারি ক্যারিয়ারের ইতি টানেন ১৯৯৯ সালে, মঁপেলিয়ার থেকে। পরে একই ক্লাবের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন।  ক্লাবটি একাডেমির ডেপুটি ডিরেক্টরেরও দায়িত্বও পালন করেন তিনি।

মার্তিনির মৃত্যুতে শোক জানিয়েছে মঁপেলিয়ার। ফেঞ্চ লিগ ওয়ানের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘ব্রুনো মার্তিনির চলে যাওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আপনাকে খুব বেশি মিস করবো। শান্তিতে ঘুমান। ’ 

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টেবর ২০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।