ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আত্মঘাতী গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
আত্মঘাতী গোলে লিভারপুলের জয়

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে লিভারপুল। তবে জয় পাওয়া না বলে উপহার বললেও ভুল হবে না।

কেননা আয়াক্সের বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে কোনোরকম জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে বুধবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শুরুতে কোনো দলই দাপুটে ফুটবল খেলতে পারেনি। তবে ১৬তম মিনিটে আয়াক্সের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের হেড জাল খুঁজে পায়নি। পরে মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চের শট লিভারপুল পোস্টের বাইরে দিয়ে যায়।

আয়াক্স কিছুটা আক্রমণাত্মক হলেও অল রেডসদের কেউই শক্ত ভূমিকা রাখতে পারেনি। তবে ৩৫তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর আত্মঘাতী গোল লিভারপুলের ভাগ্য খুলে দেয়। সাদিও মানের করা শটে পা লাগিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ আসে আয়াক্সের। ডালে ব্লিন্ডের থ্রু পাস ধরে দুসান তাদিচের চিপ গোলরক্ষক আদ্রিয়ানের মাথার ওপর দিয়ে জালের দিকে ছুটছিল। গোললাইন থেকে দলকে বিপদমুক্ত করেন ফাবিনিয়ো।

এদিন শক্তিশালী লিভারপুল থেকে বরং আয়াক্সই দারুণ ফুটবল খেলে। যেখানে দ্বিতীয়ার্ধের শুরুতে ডাভি ক্লাসেনের ডান পায়ের শট পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় লিভারপুল। ৫৮তম মিনিটে তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর হেড পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। একটু পর আয়াক্সের প্রমেসের শট ফেরান আদ্রিয়ান।

শেষ দিকে অবশ্য লিভারপুল ব্যবধান বাড়াতে আক্রমণ বাড়ায়। তবে তাকুমি মিনামিনো, জর্জিনিয়ো ভেইনালডাম সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষে ইয়ুর্গেন একেলেনকাম্পের উড়িয়ে মারলে জালের বাইরে চলে যায়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।