ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বদলি নেমে গোল মেসির, রোমাঞ্চকর জয়ে দুইয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
বদলি নেমে গোল মেসির, রোমাঞ্চকর জয়ে দুইয়ে বার্সা ছবি: সংগৃহীত

দু’বার পিছিয়ে পড়েও রিয়াল বেতিসের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

সেই সঙ্গে শিরোপা স্বপ্ন এখনই বিসর্জন না দেওয়ার বার্তা দিয়ে রাখল রোনাল্ড কোম্যানের দল।

রোববার (০৭ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে বেতিসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বার্সা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। বদলি হিসেবে নামার তিন মিনিট পরেই গোলের দেখা পান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৩৮তম মিনিটে কাউন্টার অ্যাটাকের পোস্টের কাছ থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন বোর্হা ইগলেসিস। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধে মরিয়া কোম্যান বেঞ্চ থেকে দলের সেরা খেলোয়াড় মেসিকে মাঠে নামান। ৩ মিনিট পরেই দলকে সমতায় ফেরান বার্সা অধিনায়ক। উসমানে দেম্বেলের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৬৮তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বার্সাকে এগিয়ে যাওয়ার স্বাদ পাইয়ে দেন বেতিসের ডিফেন্ডার ভিক্তর রুইজ। আলবার দিকে পাস দিয়েছিলেন মেসি এবং বার্সা ফুল-ব্যাক বল পাঠান গ্রিজম্যানের দিকে। ফরাসি ফরোয়ার্ড গোল করার আগেই বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন রুইজ। তবে ৭৫তম মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন রুইজ। এবার দারুণ নেবিল ফেকিরের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার।

শেষদিকে দুটি দারুণ সেভ করে বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। এবারও হেডে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন রুইজ। কিন্তু ঠেকিয়ে দেন টের স্টেগেন। এরপর লোরেনও শট নেন। এবারও ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক। এর দুই মিনিট পর বার্সাকে জয়সূচক গোল এনে দেন ফ্রান্সিসকো ত্রিনকাও। এবার রুইজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল কেড়ে নিয়ে বার্সার জার্সিতে নিজের প্রথম গোল তুলে নেন পর্তুগিজ স্ট্রাইকার।

এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা। ২১ ম্যাচে ১৩ জয় নিয়ে তাদের পয়েন্ট ৪৩। ২ ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সার সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তিনে নেমে গেল রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে চারে সেভিয়া।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।