ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সাইফের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ২৪, ২০২১
সাইফের রোমাঞ্চকর জয় ছবি: শোয়েব মিথুন

উত্তর বারিধারার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। পিছিয়ে পড়েও পল পুটের দল জিতেছে ২-১ ব্যবধানে।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে কোচনেভের পাস থেকে বারিধারাকে এগিয়ে দেন আরিফ হোসেন। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সাইফ। ৪৪তম মিনিটে ইয়াসিন আরাফাতে পাসে বারিধারার জাল খুঁজে নেন জন ওকোরি।  

ছবি: শোয়েব মিথুন

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে লড়তে থাকে দু’দল। তবে কেউ কারও রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না। শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে ফের গোলের উচ্ছ্বাসে মেতে ওঠে সাইফ। বদলি হিসেবে নামা মোহাম্মদ রহিম উদ্দীনের অ্যাসিস্টে দলকে জয়সূচক গোল এনে দেন আরেক বদলি খেলোয়াড় মোহামেদ সাজ্জাদ হোসেন।  

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার ৫ নম্বরে ওঠে এসেছে সাইফ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে বারিধারা। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।