ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবাহনীর জালে বসুন্ধরা কিংসের গোল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আবাহনীর জালে বসুন্ধরা কিংসের গোল উৎসব ছবি: শোয়েব মিথুন

বসুন্ধরা কিংসকে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে কেউ হারাতেই পারছে না। অস্কার ব্রুজোনের দল এবার উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলে বিশাল ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। দলের জয়ে গোলের দেখা পেয়েছেন রাউল বেসেরা, খালেদ এবং ফার্নান্দেস। আবাহনীর একমাত্র গোলদাতা কেরভেন্স বেলফোর্ট।

১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১১ ম্যাচে ৬ জয়, ৪ ড্র এবং ১ হারে ২২ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী লিমিটেড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  

আবাহনীর রক্ষণে চাপ ধরে রেখে ১৯তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডি-বক্সের ডান দিক থেকে রবিনহোর শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে বল জালে জড়ান রাউল অস্কার বেসেরা। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন খালেদ শাফিই। রবিনহোর কর্নারে ইরানি ডিফেন্ডারের ফ্লিক জাল খুঁজে নেয়।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু জুয়েলের ক্রসে পা ছোঁয়াতে পারেননি ফিলহো। কিছুক্ষণ পর সোহেল রানার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে রাফায়েল অগাস্তো সান্তোস দি সিলভার ফ্রি কিকে বেলফোর্টের ব্যাক হেড পোস্টে লেগে ফিরে আসে।

৫১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস। বেসেরার পাস ধরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন দি সিলভেইরা ফার্নান্দেস পোস্টের ঠিকানা খুঁজে নেন।  

৭৭তম মিনিটে সতীর্থের কর্নারে ফার্নান্দেসের ক্রসের পর ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন বেসেরা। লিগে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ১১তম গোল।

৮১তম মিনিটে বেলফোর্টের স্পট কিকে ব্যবধান কমায় আবাহনী। নিজেদের বক্সে হাইতির এই ফরোয়ার্ডকে ফাউল করেন রিমন হোসেন। পেনাল্টির বাঁশি বাজালে তা থেকে লক্ষ্যভেদ করেন হাইতিয়ান ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর বেলফোর্টের শট পোস্টে লেগে ফেরার পর দ্বীপক রায়ের ভলি উড়ে গেলে বসুন্ধরা কিংসের বড় জয় নিশ্চিত হয়ে যায়।

দিনের অন্য ম্যাচে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে জিতেছে উত্তর বারিধারা। ১৫তম মিনিটে খন্দকার আশরাফুল ইসলামের গোলে শেখ রাসেল এগিয়ে যাওয়ার পর ৪৭তম মিনিটে সমতা ফেরান উত্তর বারিধারার মাহমুদ সাঈদ আব্দেলরহিম। এরপর ৭৪তম মিনিটে পাপন সিংয়ের গোলে উত্তর বারিধারার জয় নিশ্চিত হয়।

১১ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৪ হারে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে শেখ রাসেল। অন্যদিকে ১১তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের স্বাদ পাওয়া উত্তর বারিধারার পয়েন্ট ৯।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।