ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আফগান নারী ফুটবলারদের সরিয়ে নিল অস্ট্রেলিয়া সরকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
আফগান নারী ফুটবলারদের সরিয়ে নিল অস্ট্রেলিয়া সরকার

তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার কারণে দেশটির নারী ফুটবলারদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিলো। তাদের কথা চিন্তা করে প্রফেশনাল ফুটবলার সংগঠন ফিফপ্রোর অনুরোধে আজ (২৪ আগস্ট) দেশটির নারী ফুটবলাদের একটি ফ্লাইটের মাধ্যমে নিজ দেশে নিয়ে যায় অস্ট্রেলিয়া সরকার।

 

কয়েকদিন আগে আফগান এক নারী ফুটবলার আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টর্সকে দেয়া এক বক্তব্যে তাদের অসহায়ত্বের কথা জানান। তাছাড়া নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে ফুটবল সংস্থাগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। তাতে সহায়তার হাত বাড়িয়ে দেয় গ্লোবাল ফুটবলার অ্যাসোসিয়েশন ‘ফিফপ্রো’। সংস্থাটি অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করে, আফগানিস্তানের নারী ফুটবলারসহ ফুটবলে জড়িত ব্যাক্তিবর্গ ও সম্ভব হলে তাদের পরিবারকেও দেশটি থেকে যেন সরিয়ে নেয়।

ফিফপ্রোর অনুরোধে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া সরকার মঙ্গলবার (২৪ আগস্ট) একটি ফ্লাইটে প্রায় ৭৫ জনকে নিজ দেশে নিয়ে যায়। তাদের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এক বিবৃতিতে ফিফপ্রো জানায়, ‘সাহায্যার্থে এগিয়ে আসায় বিপদে থাকা নারী ফুটবলার ও বিশ্লেষকদের পক্ষ থেকে আন্তর্জাতিক কমিউনিটিকে ধন্যবাদ। ’

২০০৭ সালে আফগানিস্তানে নারী ফুটবলের যাত্রা শুরু হয়। এতদূর আসার পর তালেবান দেশটির দখল নেওয়ায় বিপদের মুখে পড়ে তারা। ক্ষমতা লাভ করে নারী ফুটবলারদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের দেয়া পোস্টসহ ছবিগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয় তালেবান। কিন্তু আত্মবিশ্বাসী হয়ে ফুটবলাররা তা করেননি, বরং ফুটবল সংস্থাগুলোর কাছে সাহায্য চেয়েছেন। এ ব্যাপারে দেশটির সাবেক ফুটবল অধিনায়ক খালিদা পোপাল বলেন, ‘শেষ দিনগুলো আমাদের জন্য অনেক কঠিন ছিল। কিন্ত আজ আমরা বড় একটি বিজয় লাভ করেছি। ’

ফিফপ্রোর জেনারেল সেক্রেটারী জোনাস বায়ের হোফম্যান জানান, ‘এটা অনিক কঠিন ছিলো। আমরা হৃদয় থেকে তাদের ধন্যবাদ জানাই যারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছে। ’ 

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।