ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, অক্টোবর ১৪, ২০২১
বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো!

কয়েকদিন ধরেই বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির আকাশ-সম রিলিজ ক্লজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুঞ্জন চলছিল। এবার তা সত্যি হলো।

২০২৬ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে এই স্প্যানিশ তারকা।  

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে পেদ্রির চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। স্প্যানিশ এ মিডফিল্ডারের রিলিজ ক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯৩২ কোটি টাকা।  

স্প্যানিশ ক্লাব লাস পালমাস থেকে গত মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমান পেদ্রি। কাতালানদের হয়ে মাঠে নেমেই দুর্দান্ত খেলা উপহার দেন স্প্যানিশ এ ফরোয়ার্ড। একই মৌসুমে ক্লাবের পাশাপাশি দেশের হয়ে অলিম্পিক ও উয়েফা ইউরো কাপে ৭৩টি ম্যাচ খেলেন তিনি। ইউরোপে এক মৌসুমে এত ম্যাচ আগে কেউ খেলেনি।  

তাছাড়া উয়েফা ইউরোতে স্পেনের হয়ে দুর্দান্ত খেলে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের মুকুট পরেন পেদ্রি। টোকিও অলিম্পিকের ফাইনালে দলকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।