ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ফুটবল

মেসির নামে বাজারে এসেছে বার্গার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মার্চ ৩, ২০২২
মেসির নামে বাজারে এসেছে বার্গার

আধুনিক খাবারের তালিকায় জনপ্রিয় একটি নাম বার্গার। বাজারে বিভিন্ন নামে বার্গারের পরিচিতি রয়েছে।

তবে এবার আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির নামেই বার্গার পাওয়া যাচ্ছে।  

এর নাম ‘মেসি বার্গার’। যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে মেসির নামের এই বিশেষ বার্গার তাদের মেন্যুতে যুক্ত করেছে।

গত বছর হার্ড রক ক্যাফের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই চেইন রেস্টুরেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। প্রতিষ্ঠানটির সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করার কথা রয়েছে তার। সেই চুক্তির অংশ হিসেবেই এখন থেকে মেসি বার্গার মিলবে।  

পাশাপাশি এই বার্গার বাজারে ঘোষণা দিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপনও করেছেন মেসি।

এদিকে মাত্র ১০ পাউন্ড খরচ করে যুক্তরাজ্যের গ্রাহকরা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার খেতে পারবেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫০ টাকার সমান।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।