ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও আবাহনীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
পিছিয়ে পড়েও আবাহনীর জয়

ঢাকা আবাহনীর বিপক্ষে চমক দেখানোর ইঙ্গিত দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। দুইবার এগিয়ে গিয়ে অঘটনের সংকেত দিয়েছিল তারা।

তবে চাপ সামলে দারুন ভাবে ঘুরে দাড়াল আবাহনী। দরিয়েলতন গোমেস নাসিমেন্তো ও নুরুল নাইম ফয়সালের নৈপুণ্যে জয় পেয়েছে ঢাকা আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে আবাহনী লিমিটেড।

জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ। লিগের প্রথম পর্বে সিলেটে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল আবাহনী। দ্বিতীয় পর্বে এসে মধুর প্রতিশোধ'ই নিল মারিও লেমোসের দল।

এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল আবাহনী। তাদের থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে শিরোপা জয়ের পথে সবার উপরে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চট্টগ্রাম আবাহনী।

৩১ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। বাঁ দিকের একটু বাইরে থেকে ওমিদ পোপালজাইয়ের ফ্রি কিক লাফিয়ে ওঠা গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে পরাস্ত করে জালে জড়ায়।  

২ মিনিট পরই ম্যাচে ফিরে আসে আবাহনী। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা কলিন্দ্রেসের ক্রসে দরিয়েলতনের হেড জালে জড়ায়।

৩৮ মিনিটে মেহেদী হাসান রয়েলের চার্জে বক্সে ক্যান্ডি অগাস্টিন পড়ে গেলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। রেফারির সিদ্ধান্তে আবাহনীর খেলোয়াড়রা আপত্তি জানালেও কাজ হয়নি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন পিটার থ্যাঙ্কগড। এ নিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৮টি। যা এবারের লিগে সর্বোচ্চ।

ম্যাচের ৫৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যান্ডি অগাস্তিন। দশ জনের দলের বিপক্ষে আরও আক্রমণাত্বক খেলে আবাহনী লিমিটেড।

৭০ মিনিটে কলিন্দ্রেসের কর্নারে জটলার মধ্যে হেডে জাল খুঁজে নেন দরিয়েলতন গোমেজ। টানা দুই ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৭৭ মিনিটে সৌভাগ্যক্রমে গোলের দেখা পেয়ে এগিয়ে যায় আবাহনী। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা নুরুল নাঈম ফয়সালের নেওয়া ক্রস চট্টগ্রাম আবাহনীর শাখাওয়াত হোসেনের মাথায় লেগে দিক বদলে দূরের পোস্টে গিয়ে জালে জড়ায়। কিছুই করার ছিলনা গোলকিপার সাইফুল ইসলামের। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা,, জুন ২৮, ২০২২
আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।