অঘটন-নাটকীয়তায় ভরা বিশ্বকাপের শুরুটা করে সৌদি আরব। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয়।
আজ পোল্যান্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করবে এশিয়ার দেশটি। ১৯৯৪ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব পেরোনোর সুযোগ হাতছানি দিচ্ছে। তবে এর আগে পা মাটিতেই রাখছেন রেনার্দ।
তিনি বলেন, ‘আর্জেন্টিনার জয়ে কিছুই পরিবর্তন হয়নি আমাদের। আমরা এখনো র্যাংকিং ও অভিজ্ঞতার বিচারে গ্রুপের সর্বনিম্ন দল। আমরা জানি, আমরা কোত্থেকে এসেছি এবং আমরা আমাদের নম্রতা বজায় রাখব। কারণ নম্রতা না থাকলে আমরা ভালো খেলতে পারব না। ভালো বলতে কেবল একটা, গ্রুপ পর্বে এক বা দুইয়ে শেষ করা। ’
পোল্যান্ডের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ের। মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের পর গ্রুপে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই তাদের হাতে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এএইচএস