ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

প্রতিবছর কিডনি রোগে মারা যায় ৫০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩

ঢাকা: দেশে প্রতিবছর প্রায় ৫০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। এর প্রায় ৯০ শতাংশই যথোপযুক্ত চিকিৎসা পায়নি।

প্রতিবছর প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়। এদের উল্লেখযোগ্য অংশই হল শিশু ও নবজাতক।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বি ব্লকের নীচ তলায় শহীদ ডা. মিলন হলে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে পেইডিয়াট্রিক নেপ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

বিশেষজ্ঞদের মতে, বছরে প্রায় ৫৪ হাজার শিশু কিডনি রোগে আক্রান্ত  হয় এবং এই রোগ প্রবণতা ৫-১০ বছরের শিশুদের মধ্যে প্রকট।

সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সম্মেলনে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, এ বছর বিশ্বব্যাপী কিডনি রোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের ক্ষেত্রে কিডনি বিষয়টি আরো স্পর্শকাতর, সংবেদনশীল ও জটিল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ, শিশু কিডনি সোসাইটি অব বাংলাদেশের (পিএনএসবি) সভাপতি অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, বাংলাদেশ প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. রুহুল আমিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈন উদ্দিন, অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।