ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মুগদায় সোমবার, সোহরাওয়ার্দীতে পরের সপ্তাহে করোনার চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
মুগদায় সোমবার, সোহরাওয়ার্দীতে পরের সপ্তাহে করোনার চিকিৎসা

ঢাকা: দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বেশ কয়েকটি হাসপাতালে। সরকারের নির্দেশনায় আরও কিছু হাসপাতাল এ রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে প্রস্তুতি নিয়ে রেখেছে। এরই ধারাবাহিকতায় মুগদা হাসপাতালে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। আর সোহরাওয়ার্দী হাসপাতালে শুরু হবে আগামী সপ্তাহের মধ্যেই।

রোববার (১৯ এপ্রিল) মুগদা হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা কার্যক্রম শুরুর বিষয়ে এসব তথ্য জানায়।

মুগদা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাদিকুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

আশা করি সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে রোগীদের ভর্তি করার পর থেকে চিকিৎসা কার্যক্রম চালানো হবে। আমাদের হাসপাতালটি আড়াইশো রোগীর ধারণক্ষমতা সম্পন্ন। আমাদের সেন্ট্রাল অক্সিজেনসহ সবকিছুই প্রস্তুত আছে। আমাদের এখানে সেসব সাধারণ রোগী ছিল সবাইকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা সবাই প্রস্তুত আছে। আশা করি কাল থেকেই শুরু হবে চিকিৎসার কার্যক্রম।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। ৩ থেকে ৪ দিনের মধ্যেই আমরা সেটি সম্পন্ন করে ফেলবো। ভেতরে কিছু কাজ চলছে। আমাদের এখানে আইসিইউ-এইচডিইউতে সেন্ট্রাল অক্সিজেনসহ অন্য সব সুবিধা আছে। এছাড়া আমাদের ১৫টি ওয়ার্ড আছে ওর ভেতরেও কিছু কার্যক্রম করা হচ্ছে। আশা করি আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা কভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালটি চালু করতে পারব। আমাদের হাসপাতালের সাধারণ রোগীদের পঙ্গু হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। এর মধ্যে অনেককেই সুস্থ হওয়ার পরে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ হাসপাতালে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।