ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য গ্রামীণের পিপিই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য গ্রামীণের পিপিই

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় যে সব ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী সামনে থেকে আইসিইউ-এর দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০ হাজার পিস অধিকতর উন্নতমানের পিপিই (গাউন) তৈরি করছে গ্রামীণ ফেব্রিক্স।

এসব পিপিই সরবরাহের লক্ষ্যে আমদানি করা ফেব্রিক্স ও সিম সিলিং টেপ এরই মধ্যে ফ্যাক্টরিতে পৌঁছেছে। আগামী দু’একদিনের মধ্যে এসব সুরক্ষা গাউন তৈরির কাজ শুরু হবে।

সঙ্গে আমদানি করা এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও প্রটেকটিভ গগলস্সহ সেট আকারে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতালে বিতরণ করার প্রস্তুতি নিচ্ছে গ্রামীণ।

গত দু’দিনে গ্রামীণ ফেব্রিক্স ও ফ্যাশনস্ লিমিটেড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, গাজীপুরে এর আগে আরো ২০ হাজার পিসেরও বেশি পিপিই (গাউন) সরবরাহ করেছে।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরুর সময় থেকে গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফেব্রিক্স ও ফ্যাশনস্ লি. ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই  তৈরি করে যাচ্ছে। গ্রামীণ ফেব্রিক্স ৫০ হাজার পিস পিপিই তৈরির লক্ষ্যে এ পর্যন্ত ২৫ হাজার পিস উৎপাদন করেছে, যার প্রায় সম্পূর্ণটিই ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।

এছাড়াও গ্রামীণ টেলিকম দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিহ্নিত দুস্থ পরিবারে সাপ্তাহিক ভিত্তিতে প্রতিদিনের খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস্ লি. পিপিই তৈরির কাজ অব্যহত রাখবে।


বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।