স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২ দিনে হোম কোয়ারেন্টিনে ৬৯ জন কমলেও সিলেটে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে দু’দিনে ১২ জন বেড়েছে। গত ৭ এপ্রিল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত পরীক্ষা শুরু হয়।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টিনে আসা ১৮৩ জনের মধ্যে সিলেটে ৩৪ জন, সুনামগঞ্জে ৭১, হবিগঞ্জে ৭০ এবং মৌলভীবাজারে ৮ জন। এ নিয়ে চার জেলার মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯৯১ জন। যারমধ্যে সিলেটে ২৪৯, সুনামগঞ্জে ১ হাজার ২৬৩, হবিগঞ্জে ৯৭০ এবং মৌলভীবাজারে ৪৬৬ জন। নতুন করে ছাড়পত্র পেয়েছেন ২৯০ জনের মধ্যে সিলেটে ২, সুনামগঞ্জে ২৫৪, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ১৪ জন। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২৭১ জন হোম কোয়ারেন্টিন ছেড়েছেন। তন্মধ্যে সিলেটে ৯০৭, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৪, হবিগঞ্জে ৯৫৩ ও মৌলভীবাজারে ৯৬৭ জন। বুধবার পর্যন্ত হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ৩৩ জন এবং আইসোলেশনে ৩২ জন। এছাড়া গত ৭ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত মোট ১ হাজার ১৮৭ জনের নমুনা সংগ্রহ করে ১ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এর মধ্যে ১৯ জন পজিটিভ ধরা পড়ে।
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এনইউ/এএটি