ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ভারত

ত্রিপুরায় শীতকালীন সবজির বাম্পার ফলন

সুদীপ চন্দ্র নাথ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ত্রিপুরায় শীতকালীন সবজির বাম্পার ফলন নিজের সবজি ক্ষেতে একজন চাষি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): এ বছর শীতকালীন সবজির ব্যাপক ফলন হয়েছে ত্রিপুরা রাজ্যজুড়ে। নবনির্মিত জাতীয় সড়ক ধরে আগরতলা থেকে খোয়াই শহরের দিকে এগিয়ে গেলে রাস্তার দুই তারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির ক্ষেত লক্ষ্য করা যায়।

যতদূর চোখ যায়—ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, টমেটো, বেগুনসহ নানান রকমারি সবজি চোখে পড়ে।  

সরেজমিনে আগরতলার পাশের মোহনপুর, ফটিকছড়া, ঈশানপুর, শীমনা ইত্যাদি এলাকায় গিয়ে দেখা যায়, ক্ষেতগুলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা সবজি গাছের পরিচর্যা ও ফসল তোলায় মশগুল।

আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরের ঈশানপুর এলাকায় বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের পাশের জমিতে ফুলকপি চাষ করেছেন গৌতম দেবনাথ নামের এক চাষি। তিনি ও তার স্ত্রী দুজনে মিলেই জমি থেকে ফুলকপি তুলছিলেন। একেকটি ফুলকপির ওজন ৬০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত হয়েছে।  

কাজ করতে করতেই তিনি বাংলানিউজকে বলছিলেন, এ বছর প্রায় তিন বিঘা জমিতে তিনি ফুলকপি চাষ করেছেন। মৌসুমের শুরুতে তারা নিজেরাই পাইকারি দামে একেক কেজি ফুলকপি সর্বোচ্চ ১০০ রুপি পর্যন্ত বিক্রি করেছেন। এখন এই দাম কমে প্রায় ২৫ থেকে ৩০ রুপিতে চলে এসেছে।  

ক্ষেত থেকে ফুলকপি তুলে পাশের ফটিকছড়া বাজারে নিয়ে যান, সেখানে রাজধানী আগরতলাসহ অন্যান্য জায়গার পাইকাররা আসেন এবং পাইকারি দামে সবজি কিনে নিয়ে যান।  

গৌতম জানান, আর প্রায় একমাস তার জমিতে ফুলকপি থাকবে। ফুলকপি মাঠ থেকে উঠে যাওয়ার পর টমেটো এবং আলু লাগাবেন এই জমিতে।  

রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে তাদের বিভিন্ন সময় সার, বালাইনাশক এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়।  

তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করার জন্য তার প্রায় দেড় লাখ রুপি খরচ হয়েছে। মাঠের সব ফসল উঠলে তিনি বুঝতে পারবেন কত লাভ হয়েছে।

গৌতম দেবনাথের মত রাজ্যের অন্যান্য এলাকার চাষিরাও এবার শীতকালীন সবজি চাষ করে খুশি। তারা বলছেন, বিগত সময়ের তুলনায় এবার শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে রাজ্যে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।