নাম বদলে গেল ভারতের পূর্বাঞ্চলীয় স্থল সেনাদপ্তরের। কলকাতার ‘ফোর্ট উইলিয়াম’ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে হলো ‘বিজয় দুর্গ’।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহানসহ, তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
মূলত সেনা সম্মেলন হলো দ্বিবার্ষিক প্রতিরক্ষা সম্পর্কিত শীর্ষস্তরীয় মতবিনিময়ের সভা। যার ১৬তম সম্মেলন হচ্ছে কলকাতায়। এর আগে ২০২৩ সালে ১৫তম সম্মেলন হয়েছিল ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের ভোপালে।
সেনা সূত্রে খবর, এই সম্মলনে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোদী। একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন সীমান্ত। তার মধ্যে নেপালে রাজনৈতিক পালাবদল। এই পরিস্থিতিতে তিন বাহিনীর কৌশল কী হবে, কতটা প্রস্তুত সেনা সদস্যরা ইত্যাদি বিষয় নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
ভিএস/এইচএ/