ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ভারত

পরপর ৩ কন্যাসন্তান, স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
পরপর ৩ কন্যাসন্তান, স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী প্রতীকী ছবি

পরপর দুই কন্যাসন্তান। একটি ছেলের আশায় ফের সন্তান নেওয়ার পরিকল্পনা করেন স্বামী।

কিন্তু তৃতীয়বার ফের কন্যাসন্তানের জন্ম দেন স্ত্রী। আর এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে গালমন্দ ও উপহাস করতে থাকেন স্বামী। একপর্যায়ে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করেন তিনি।

সম্প্রতি নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৫২০ কিলোমিটার দূরের গঙ্গাখেড় নাকা এলাকায়।  

রোববার (২৯ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে না হওয়ায় স্ত্রীকে পুড়িয়া মারা ঘাতক স্বামীর নাম কুন্দলিক উত্তম কালে (৩২)। নিহত গৃহবধূর নাম ময়না।

ঘটনার বর্ণনা দিয়ে দুলাভাই কুন্দলিক উত্তম কালের বিরুদ্ধে মুম্বাই পুলিশকে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের বোন। অভিযোগ পাওয়ার পর পর অভিযুক্ত কুন্দলিক উত্তম কালেকে গ্রেপ্তার করেছে গঙ্গাখেড় থানা পুলিশ।

অভিযোগে নিহতের বোন জানিয়েছেন, তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তার বোন ময়নাকে উপহাস করতেন দুলাভাই কুন্দলিক উত্তম কালে। বৃহস্পতিবার রাতেও কালে স্ত্রী ময়নাকে উপহাস করেন। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন কালে। আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।