ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ভারত

উত্তরপ্রদেশে গরু জবাইয়ের অভিযোগে যুবককে পিটিয়ে খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
উত্তরপ্রদেশে গরু জবাইয়ের অভিযোগে যুবককে পিটিয়ে খুন

ভারতের উত্তরপ্রদেশে গরু জবাইয়ের অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গত ২৯ ডিসেম্বর মধ্যরাতে মোরাদাবাদের নবীন মান্ডি অঞ্চলে এ ঘটনা ঘটে।

এ নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা তৈরি হয়েছে।

তদন্তকারী পুলিশকর্মী মোহিত চৌধুরী বলেন, শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিলেন। মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুর জবাই করে। পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন।

আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেপ্তার করে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনিতে হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতের ২৮টি রাজ্যের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্যে গরু জবাই এবং গরুর মাংস খাওয়া আংশিক বা পুরোপুরি নিষিদ্ধ। তবে কিছু রাজ্যে মহিষের মাংস খাওয়া বৈধ এবং এটি কিছু ক্ষেত্রে গরুর মাংসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

ভারতের অনেক এলাকায় গরু রক্ষা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সহিংস উপায়ে নিষেধাজ্ঞা কার্যকর করার অভিযোগ রয়েছে। এদের হামলার লক্ষ্য প্রায়ই মুসলিম মাংস বিক্রেতা, গবাদি পশুর ব্যবসায়ী এবং দলিত সম্প্রদায়ের মানুষ, যাদের জন্য গরুর মাংস সাশ্রয়ী মূল্যের প্রধান প্রোটিনের উৎস।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।