আগরতলা (ত্রিপুরা): দেড় লাখের বেশি ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম আগরতলা থানার পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) ত্রিপুরান রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মহেশখলার চান্দিনামুড়া এলাকার বাসিন্দা মো. বাবুল মিঞার বাড়ি থেকে পুলিশ এসব মাদক জব্দ করে।
এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে এই সংবাদ জানিয়েছেন। জব্দকৃত ইয়াবার মূল্য পাঁচ কোটি রুপি হবে বলে জানান তিনি।
পুলিশ সুপার ড. কিরণ কুমার কে জানান, আগাম খবর পেয়ে সদর মহকুমা পুলিশ কর্মকর্তা ডিপি রায় এবং পশ্চিম থানার ওসি পি দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম বাবুল মিঞার বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাট্যাবলেট জব্দ করে পুলিশ। এই ঘটনায় বাবুল মিঞাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বাকি দুই গ্রেপ্তার মাদককারবারি হলেন - সিপাহীজলা জেলার বিশালগড় এলাকার বাসিন্দা দীপাল হোসেন এবং চান্দিনামুড়া এলাকার বাসিন্দা সঞ্জয় মিঞা।
পুলিশ সুপার ড. কিরণ কুমার কে আরও জানান, গত এক সপ্তাহ ধরে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত দশটি থানাকে নিয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এই বিশেষ অভিযানে গত আট দিনে ২১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৬৯ কিলোগ্রাম গাঁজা ও ২ হাজার ৭৮ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল, ৬৬ গ্রাম ব্রাউন সুগার জব্দ হয়েছে। এদিন গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির মাদকবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচারের জন্য এই মাদকগুলো বহির রাজ্য থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এসসিএন/এসএএইচ