ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ভারত

ভারতে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব অমর্ত্য সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, আগস্ট ১, ২০২৫
ভারতে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোয় বাংলা ভাষাভাষীদের ওপরে সন্ত্রাস চলছে, এমন অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষোভ জানালেন বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে শান্তিনিকেতনে নিজ বাসভবন প্রতীচীতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাঙালি যদি ভারতের যে কোনো প্রান্তে হেনস্থার শিকার হন, তা কখনোই সমর্থনযোগ্য নয়। ’

একইসঙ্গে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যদি বাংলা ভাষাভাষীদের অবহেলা করা হয়, তাহলে আমার আপত্তি থাকবে। তবে শুধু বাঙালি নয়, দেশের যে কোনো প্রান্তের মানুষ যদি অন্য কোথাও অবস্থানকালে হেনস্থার শিকার হন, তা কখনোই সমর্থনযোগ্য নয়। ’

অমর্ত্য সেন কড়া ভাষায় বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। তাই ভারতের যে কোনো নাগরিক যদি অন্য কোনো রাজ্যে গিয়ে অবহেলিত হন বা নির্যাতিত হন, আমার সেই ঘটনাতেও একইভাবে আপত্তি থাকবে। ’

ভারতের সংবিধানকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘ভারতের নাগরিকদের গোটা দেশের ওপরই অধিকার রয়েছে। কোনো একটি আঞ্চলিক সীমারেখা বা গন্ডিতে তা আটকে থাকতে পরে না। ’

এ নোবেলজয়ীর অভিমত, সব মানুষকে সম্মান দেওয়া উচিত। তার কথায়, ‘কোনো ভারতীয় যদি উড়িষ্যা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তি থাকার কারণ থাকবে। ’

পাশাপাশি বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে অমর্ত্য সেন বলেন, ‘চর্যাপদ দিয়ে যে বাংলা ভাষার জন্ম, তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামদের মতো মনীষীরা এই ভাষায় আমাদের মূল্যবান সাহিত্য উপহার দিয়েছেন। সেই ভাষার মর্যাদা অস্বীকার করা যায় না। এগুলোর মূল্য দিতেই হবে। ’

একই সাথে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে মানবাধিকার রক্ষা ও ভাষার প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।