ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

২০ কোটি রুপি ব্যয়ে সবজি-মশলা চাষের উদ্যোগ ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
২০ কোটি রুপি ব্যয়ে সবজি-মশলা চাষের উদ্যোগ ত্রিপুরায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকারের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে এ বছর পশ্চিম জেলায় কৃষি প্রশিক্ষণ, ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার প্রদান সহ বিভিন্ন সবজি ও মশলা চাষের জন্য ২০ কোটি রুপি ব্যয় করা হবে।

বিভিন্ন ফল, সবজি ও মশলা চাষ করা হবে মোট ৫ হাজার ১৯৮ হেক্টর জমিতে।

ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হবে মোট ২৩৩টি এবং ৪৭০ জন চাষিকে নানা রকম ফল চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০১৬-১৭ অর্থ বছরে ৮ হাজার ২৫ জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চাষিদের উৎপাদিত সবজি সংরক্ষণের সুবিধার জন্য জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় ১৬টি হিমঘর নির্মাণের কাজ চলছে।

পশ্চিম জেলার অন্তর্গত ২০ জন মৎসচাষিকে ৩শ’টি করে গলদা চিংড়ির পোনা এবং ১০ জনকে ২০টি করে পাবদা মাছের পোনা দেওয়া হবে। পাশাপাশি গরীব অংশের ৩০টি মৎস্য চাষি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। এক একটি ঘর নির্মাণে ব্যয় হবে ৭৫ হাজার রুপি।

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির পক্ষে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।