ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজয় কি-বোর্ড নিয়ে ষড়যন্ত্র করেছে: মোস্তাফা জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বিজয় কি-বোর্ড নিয়ে ষড়যন্ত্র করেছে:  মোস্তাফা জব্বার কথা বলছেন মোস্তাফা জব্বার।

সাভার, (ঢাকা): ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একটি মহল বিজয় কি-বোর্ড সফটওয়্যার নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা কখনো সফল হয়নি।

বুধবার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার ডিজিটাল রূপান্তর বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বিজয় কি-বোর্ড অনেক বছর আগে আবিষ্কার করা হয়েছে। কিন্তু একটি পক্ষ বিজয় কি-বোর্ডের ব্যবহার বেশি দেখে ষড়যন্ত্র করছে, আমার সুনাম নষ্ট করার জন্য কিন্তু তারা কোনোভাবেই সফল হয়নি।  

তিনি বলেন, এই সফটওয়্যার নিয়ে এখন কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন মোবাইল গ্রাহক সেবায় আর আগের মত কল ড্রপ হচ্ছে না।  গ্রাহকদের দুর্ভোগ যাতে না হয় সেজন্য মোবাইল সিম কোম্পানিগুলোকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।