ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট বন্ধের বিষয়ে আজ রিপোর্ট পাওয়া যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
ইন্টারনেট বন্ধের বিষয়ে আজ রিপোর্ট পাওয়া যাবে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে আজকে রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

১৬ জুলাই দেশব্যাপী সহিংসতা এবং ছয়জনের মৃত্যুর পর কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

এরপর দফায় দফায় বন্ধ রাখা হয় ব্রডব্যান্ড ও মোবাইলের ফোনের ইন্টারনেট সেবা।  

সোমবার (১২ আগস্ট) সকালে আগারগাঁও তথ্য প্রযুক্তি বিভাগে অফিস করতে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বরেন, ছাত্র আন্দোলনের পক্ষ নেওয়ায় টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ বিবেচনা করা হবে।

বাংলাদেশ সময় ১২০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।