গত সপ্তাহে শেষ হয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতাদের মহা সম্মেলন আইফা। বিশ্বের সেরা নির্মাতারা অনেকেই পণ্যগুচ্ছ নিয়ে হাজির হয়েছিল সেখানে।
ডুয়্যাল স্ট্যান্ডবাই ফ্যাবলেটের বিশেষ বৈশিষ্ট্য মাইক্রো এবং স্টান্ডার্ড সিম স্লট। হার্ডওয়্যার বৈশিষ্ট্য ১.৬ গিগাহার্টজ এক্সিনোস ৪৪১২ কুয়াড কোর সিপিইউ। এর ৫.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিনে আছে ৭২০ বাই ১২৮০ পিক্সেল। ক্যামেরা ৮ এমপি এবং এস-পেন সমর্থন করবে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রুয়েডের ৪.১ ( জেলি বিন)।
বর্তমানে গ্যালাক্সি নোটের নতুন এই সংস্করণের নামকরণের পরিকল্পনা চলছে। ধারণা করা যাচ্ছে ‘গ্যালাক্সি নোট ২ ডুয়োস’ নাম দেওয়ার সম্ভাবনা বেশি। আশা করা যাচ্ছে চীনের ’নেটওয়ার্ক অপারেটর ইউনিকম’ পণ্যটি পরিচালনার দায়িত্বে থাকবে।
বাংলাদেশ সময় ১৯০০ ঘন্টা, সেপ্টেম্বর ১১,২০১২