বিশ্বপ্রযুক্তিতে স্যামাসং এখন দারুণ জনপ্রিয়। গ্যালাক্সি এস(৩) স্মার্টফোন দিয়ে অ্যাপলকে বাণিজ্যিক চাপে ফেলেছে স্যামসাং।
আগামী ১১ অক্টোবর গণমাধ্যমে জন্য দাওয়াতপত্র বিলি করতে শুরু করেছে স্যামাসং। জার্মানিতে অনুষ্ঠেয় এ প্রদর্শনীতি কি থাকছে তা নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনা আর গুজব চলছে অন্তহীন। তবে তথ্যসূত্র আর ব্লগমাধ্যমগুলো বলছে, গ্যালাক্সি(৩) ঘরানার আর মধ্যম মানের স্মার্টফোন বাজারে আনতেই এ দাওয়াত দেওয়া হচ্ছে।
গ্যালাক্সি ‘এস’ সিরিজের আদলে গ্যালাক্সি(৩) মিনিকে তৈরি করা হচ্ছে। আকারে ছোট হলেও বড় অবয়বের সব ধরনের কারিগরি নিশ্চয়তা দেবে গ্যালাক্সি এস(৩) মিনি।
গত আগস্টে এ মডেলটি প্রথম আলোচনায় আসে। আর তখনই জানিয়ে দেওয়া হয় এ বছরের শেষভাগে এসে এ পণ্যটি অবমুক্ত করা হবে। এ মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আচে ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডব্লিউভিজিএ ডিসপ্লে, ডুয়্যাল কোর প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে বিল্টইন অ্যানড্রইড সিস্টেমের জাদুর ছোঁয়া তো আছেই।
গ্যালাক্সি নোট(২) উন্মোচনের ঘোষণার সময়ই এ পণ্য কিনে ক্রেতা মহলে আগ্রহ ছিল অনেক বেশি। কিন্তু ওই সময় স্যামসাং এ বিষয়ে তেমন কোনো তথ্যই দেয়নি। মধ্যম মানের এ চটজলদি স্মার্টফোন বাজারে দারুণ প্রভাব ফেলবে। এমনটাই বলছেন বাজার বিশ্লেষকেরা।
বাংলাদেশ সময় ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২