ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৩০০ কোটি ডলারের বাজার হারাচ্ছে খুদেবার্তা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
২৩০০ কোটি ডলারের বাজার হারাচ্ছে খুদেবার্তা

বিশ্বের যোগাযোগ মাধ্যমে খুদেবার্তা (এসএমএস) নিয়ে এসেছিল নতুন বার্তা। তবে সময়ের তালে এখন তা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে।

এখানে জায়গা করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফ্রি স্মার্টফোন এসএমএস অ্যাপ। সংবাদমাদ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ বার্তা এবং ফ্রি খুদেবার্তার প্রভাবে মোবাইল ফোনভিত্তিক এসএমএস এখন জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। ফলে ২ হাজার ৩০০ কোটি ডলারের আন্তর্জাতিক বাজার হারাচ্ছে এসএমএস প্রযুক্তি। গ্লোবাল টেলিকম সূত্র এ তথ্য জানিয়েছে।

গবেষণাপ্রতিষ্ঠান (প্রযুক্তি) ওভাম সূত্র জানিয়েছে, মোবাইল ফোনভিত্তিক এসএমএস এবং স্মার্টফোনের ফ্রি খুদেবার্তা অ্যাপের কারণে রাজস্ব ঝুঁকিতে পড়ছে এসএমএস। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০১৬ সালের মধ্যে ৫ হাজার ৪০০ কোটি ডলারের এসএমএস বাজার হারাবে এ অভিনব বার্তা পদ্ধতিটি।

ওভামের কনজ্যুমার টেলিকমের গবেষক নেহা ধারিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভোক্তারা এখন খুদেবার্তা বিমুখ হয়ে পড়ছে। এমনকি বিরক্তিও প্রকাশ করছে অনেকে। ফলে মোবাইল অপারেটদের জন্য এটি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়াও ইমেলইভিত্তিক চ্যাট সার্ভিসের ফলে এখন আর খুদেবার্তার প্রয়োজনীতাও দিনকে দিন ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ সেবাব্যয়ের তুলনায় এর গুরুত্ব এখন আর ভোক্তাদের কাছে তেমন কোনো বিনিময় মূল্য নিশ্চিত করছে না। ফলে এ বিষয়টি মোবাইল অপারেটদের দারুণ এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

বাংলাদেশ সময় ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।