স্মার্টফোন আর ট্যাবের বছর হবে ২০১২। এমন ভবিষ্যৎ ভাবনাকে আবারও সঠিক প্রমাণ করল গুগল।
এ দুটি পণ্যই অ্যানড্রইড অপারেটিং সিস্টেম ঘরানার। গুগলের নকশায় নেক্সাস(৪) স্মার্টফোন তৈরি করেছে এলজি। আর ট্যাবলেট নেক্সাস(১০) প্রস্তুত করেছে স্যামসাং। এ মুহূর্তে নেক্সাস(১০) মডেলই হচ্ছে সবচেয়ে বেশি রেজ্যুলেশনের ট্যাবলেট।
ইউরোপের বাজার সর্বপ্রথম অবমুক্ত ৮ জিবির নেক্সাস(৪) স্মার্টফোনের দাম ২৩৯ ইউরো। আর ১৬ জিবির নেক্সাস(১০) ট্যাবলেটের দাম ৩১৯ ইউরো নির্ধারণ করা হয়েছে।
আইফোন(৫) এবং আইপ্যাড মিনির বাজার প্রতিযোগিতায় এ দুটি পণ্য বাজারে আনলো গুগল। এর ফলে বছরের শেষ ত্রৈমাসিকে এসে নতুন বাজার প্রতিযোগিতার সৃষ্টি করল গুগল। তবে সুফলটা থাকছে ভোক্তাদের অনুকূলেই।
বাংলাদেশ সময় ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২