গুগল আর অ্যানড্রইড দুয়ে মিলে পুরো বিশ্বপ্রযুক্তির চেহারাই বদয়ে দিয়েছে। অ্যাপভিত্তিক সেবার কারণে দেশে দেশে মোবাইল অপারেটরেরা পড়ছেন দারুণ বিপাকে।
এ সেবা পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে। শুধু অ্যানড্রইড (১.৬) সংস্করণের স্মার্টফোন থাকলেই এ সেবার পুরোটাই উপভোগ করা যাবে। এ মুহূর্তে ফ্রি নেভিগেশন সফটওয়্যার যা গুগল ম্যাপস নেভিগেশন (বেটা) নামে পরিচিত তা অবমুক্ত করা হয়েছে।
আপাতত এ ফ্রি নেভিগেশন সেবা সব দেশের জন্য উন্মুক্ত নয়। এ ছাড়া (৩.২) অ্যানড্রইড অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহারযোগ্য। গত বছর অ্যানড্রইড ঘরানার যতগুলো স্মার্টফোন প্রকাশ পেয়েছে প্রায় সবগুলোতেই এ ফ্রি নেভিগেশন সুবিধা পাওয়া সম্ভব।
এ তালিকায় দক্ষিণ এশিয়ার প্রথমে সুযোগ পেয়েছে সিঙ্গাপুর। এ ছাড়াও ৪১টি দেশে এ ফ্রি অ্যাপ সুবিধা পাওয়া যাবে। এ নেভিগেশন অ্যাপ সম্পর্কে গুগল সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। তবে কবে নাগাদ এ অ্যাপ একেবারে অবমুক্ত হবে তার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।
এ ধরনের সেবা গুগল প্রথম এনেছে তা নয়। গত বছর সিঙ্গাপুরে নকিয়া ড্রাইভ নামে একটি ফ্রি ভয়েস গাইডেড নেভিগেশন অ্যাপ প্রকাশ করা হয়। এ নেভিগেশন অ্যাপ মাইক্রোসফট উইন্ডোজ ফোনের মোবাইল অপারেটিং সিস্টেমেও ব্যবহারযোগ্য করে তোলা হয়।
বাংলাদেশ সময় ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১২