সুপরিচিত ব্র্যান্ড এফোরটেকের ‘পিকে-৩৩১এফ’ মডেলের নতুন মিনি ওয়েবক্যাম এখন দেশে। এ ব্র্যান্ডের বিপণন সূত্র এ তথ্য জানিয়েছে।
১৬ মেগাপিক্সেলের এ ওয়েবক্যামের মাধ্যমে কোনো ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই পিসিতে ভিডিও কল এবং নেটমিটিং সুবিধা পাওয়া যায়। যেকোনো দিক থেকে পরিষ্কার, কোলাহলমুক্ত শব্দ ধারণ বা প্রেরণে এতে আছে ম্যাজিক ইফেক্টের বিল্টইন মাইক্রোফোন।
এ ক্যামে উজ্জ্বল এলইডি লাইট থাকায় কম আলোকিত জায়গাতেও ভালো মানের ইমেজ ধারণ করা যায়। অন্ধকারেও এ ওয়েবক্যামটি ব্যবহারযোগ্য। এ ছাড়া মনিটর, ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহারের জন্য ক্ষুদ্রাকৃতির এ ওয়েবক্যামে ক্লিপ আছে। এ মুহূর্তে দাম ১ হাজার ৮০০ টাকা।
বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান