ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে হিটাচির প্রজেক্টর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
দেশে হিটাচির প্রজেক্টর

জাপানের হিটাচি ব্র্যান্ডের নতুন মডেলের শর্ট থ্রো প্রজেক্টর ‘সিপি-এ ২২২’ ডব্লিউএন মডেল এখন দেশে। বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।



হিটাচি অনেক দিন ধরে তার গুণগত মান, স্থায়ীত্ব ও নতুনত্বের সঙ্গে বাজার নিশ্চিত করে আসছে। এ মাল্টিমিডিয়া প্রজেক্টর এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি খুব সামনে থেকেই অর্থাৎ দেয়াল বা স্ক্রিনের খুব কাছ থেকেই প্রজেকশন করা সম্ভব।

২,২০০ ব্রাইটনেস সমৃদ্ধ সিপি-এ ২২২ ডব্লিউএন এ (১০২৪ বাই ৭৬৮) রেজুলেশনযুক্ত এ প্রজেক্টরে ওয়াইড এবং লার্জ ইমেজ দেখানো খুবই সহজ। উচ্চমানের ছবি প্রদর্শনে আছে এইচডিএমআই ইমপোর্ট। এটি ডিজিটাল প্রেজেন্টেশনে ব্যবহারযোগ্য।

উচ্চমানের এ প্রজেক্টরে আরও আছে হাই কনট্রাস্ট রেসিও, লো নয়েজ লেভেল এবং পাওয়ার সেভিং মুড। ওজন ৩.৮ কেজি। এ প্রজেক্টরে আছে সর্বাধিক সুবিধাসহ পিসি লেস প্রেজেন্টেশনের সুবিধা। এ মুহূর্তে দাম ৯২ হাজার টাকা। অনুসন্ধানে: ইউনিক বিজনেস সিস্টেম। হ্যালো: ০১৭৫৫৫ ৭৯৭৭৫।

বাংলাদেশ সময় ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।