ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বড়দিনে স্মার্টফোনই এগিয়ে

শেরিফ সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
বড়দিনে স্মার্টফোনই এগিয়ে

খ্রীস্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ক্রিসমাস ডে’ আসন্ন। এ উৎসবকে সামনে রেখে প্রতিবছরই প্রযুক্তি বিশ্বে চলে বিশেষ মূল্যছাড়ের মহড়া।

তবে এ উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই বিখ্যাত গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার সূত্র জানিয়েছে, এবারের বড়দিনের উপহারের তালিকায় সাধারণ মোবাইল ফোন নেই। কারণ মানুষের আগ্রহ এখন সম্পূর্ণভাবে চলে গেছে স্মার্টফোনে।

গার্টনার প্রতিবেদনে প্রকাশ, সবাই এ বছর নিত্যনতুন প্রযুক্তিপণ্যের দিকেই আগ্রহী হয়ে উঠেছে। এর মধ্যে আছে ট্যাবলেট, নেটবুক এবং স্মার্টফোন। এ বছর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৪৭ ভাগ। চীনে এ বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্মার্টফোন। বার্ষিক বিক্রি বেড়েছে ১৭ কোটি ইউনিট। গত বছরও এ সংখ্যা ছিল ৭ কোটি ৮০ লাখ ইউনিট।

গার্টনার বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, চীনের অর্থনীতিকে আরও মজবুত করতে স্মার্টফোন বিশেষ ভূমিকা রাখবে। বিশ্বের সব দেশেই ধীরে ধীরে স্মার্টফোনের বিক্রি বাড়ছে। গার্টনার সূত্র এ তথ্য দিয়েছে।

জেডটিই, টিসিএল এমন সব বড় বড় মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান এ নিয়ে কঠিন ভাবনায় পড়েছেন। এদিকে দীর্ঘসময় ধরে মোবাইল ফোনের শীর্ষস্থানে থাকা নকিয়া এখনও নীরব।

এ বছর মোবাইল ফোনের টপ চার্টের শীর্ষ তালিকা থেকে নেমে সপ্তম স্থানে চলে গেছে নকিয়া। এ বিচ্যুতি নিয়ে প্রযুক্তিবিদেরাও বিস্মিত। এরপরও নকিয়াও প্রযুক্তি বিশ্বে আপন উদ্ভাবনা নিয়ে ফিরে আস‍ার প্রত্যয়ে কাজ করছে।

বাংলাদেশ সময় ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।