ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কিবোর্ডের চাপে কমছে হাতের লেখা!

শেরিফ সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
কিবোর্ডের চাপে কমছে হাতের লেখা!

শেষ কবে কলম দিয়ে একটি লেখা লিখেছেন? এমন প্রশ্ন শুনে আপনি অবাক হতেই পারেন। আজকের প্রজন্ম যেন হাতে লেখা ভুলেই গেছে।

এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে মিয়ামি কান্ট্রি পাবলিক স্কুল। তারা প্রতিবদনে উল্লেখ করেছে, ২০১৪ সালের মধ্যে শিক্ষার্থীদের হাতের লেখার অভ্যাস ভয়াবহভাবে কমে আসবে।

স্কুলের অ্যাসাইনমেন্ট এবং যেকোনো দরখাস্ত লেখাও হচ্ছে কম্পিউটারে। মিয়ামি কান্ট্রি স্কুল তাদের প্রতিবেদনে জানিয়েছে, ১৯৭০ সাল থেকেই ধীরে ধীরে হাতের লেখার অভ্যাস কমে আসছিল। এটাকে বলা চলে কিবোর্ড কালচার। এ সময়ের প্রজন্ম কম্পিউটার স্ক্রিন থেকে সরে যাচ্ছে স্মার্টফোনের দিকে।  

এ বিষয়টি নিয়ে অবশ্য কেউ সংশয় প্রকাশ করছে না। প্রযুক্তিবোধ্যরা বলছেন, যুগের চাহিদার সঙ্গে প্রজন্ম এগিয়ে যাবেই। এটাই স্বাভাবিক। তথ্যপ্রযুক্তিকে নতুন প্রজন্ম গ্রহণ করছে এটিই আশার বিষয়।

যদিও অনেকে মনে করছেন, হাতে লেখার অভ্যাস থাকা জরুরি। এ কিবোর্ড কালচার প্রজন্ম বাক্য গঠন এবং বানানে দূর্বল হয়ে যাচ্ছে। সেজন্য হাতে যেকোনো বাক্য শুদ্ধভাবে লেখা দরকার বলে বিশেষজ্ঞেরা মনে করছেন।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।