বাণিজ্যিক হিসাবে এবার কাগুজে প্রকাশনাকে ছাপিয়ে গেল ইবুক। যুক্তরাষ্ট্রের কাগুজে প্রকাশনী সংস্থাগুলো এ বিক্রির হিসাবে ভালোই হোঁচট খেয়েছেন।
অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স সূত্র জানিয়েছে, এরই মধ্যে একক ত্রৈমাসিকে ইবুক বিক্রির পরিমাণ ৯ কোটি ৩০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধির হিসেবে এটি ২০২ ভাগ।
এর ফলে এ বছর যুক্তরাষ্ট্রের ভিত্তিতে কাগুজে বই বিক্রির তুলনায় ইবুকের বিক্রি হয়েছে বেশি। যদিও এটা স্থায়ী কোনো চিত্র নয়। তবে এ হিসাবকে পাশ কাটিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই।
এএপির মুখপাত্র অ্যান্ডি স্পোরকিন জানান, ইবুক বিক্রির এ পরিসংখ্যান স্থির না হলেও এটা যে রেকর্ড তা অস্বীকার করার আর কোনো উপায় নেই।
ইবুক বিক্রির এ পরিমাণ ক্রমেই বাড়বে বলে প্রকাশনা সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকেরা অভিমত দিয়েছেন। তবে অনেকেই বলছেন, শুধু যুক্তরাষ্ট্রের হিসেবে এ চিত্র কোনো স্থির দিকনির্দেশনা এবং বাজার পরিস্থিতি ইঙ্গিত করে না।
কিন্তু ইবুক যে তার জনপ্রিয়তা আর পাঠকের সংখ্যা ক্রমেই বাড়িয়ে তুলছে এ বিষয়টি এখন সুনিশ্চিত। ফলে কাগুজে আর ডিজিটাল প্রকাশনার লড়াইটা এ বছর যতটা উপভোগ্য হয়েছে আসছে ২০১৩ সালে তা আরও টানটান প্রতিযোগিতার আবহ তৈরি করবে।
বাংলাদেশ সময় ২২৫১, নভেম্বর ২১, ২০১২eic@banglanews24.com