ফ্যাবলেট। শুনতে নতুন।
দক্ষিণ কোরিয়ার এ শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের সূত্র জানিয়েছে, দু মাসে আগে বাজারে আত্মপ্রকাশের পরেই এ পণ্য প্রথম ৩০ দিনে ৩০ লাখ বিক্রির রেকর্ড গড়েছে।
গ্যালাক্সি নোট-২ মডেলের মূল আকর্ষণ ৫.৫ ইঞ্চি পর্দা। যদিও স্মার্টফোন থ্রির বিক্রির তুলনায় নোট-২ এখন পিছিয়ে। তবে একেবারেই নব্য ধারার পণ্য নিয়ে এটি বাজারে ভবিষ্যৎ বক্তাদের ধারণাকে অমূলক করে দেয়নি। প্রসঙ্গত, ১০০ দিনের মধ্যে ২ কোটি পণ্য বিক্রির রেকর্ড ঘরে তুলেছে স্যামসাং এসথ্রি।
এ ছাড়াও গ্যালাক্সি নোট-২ মডেলের বাজার বিপণন মোটেও সহজ ছিল না। বাজারে আসার আগেই এ পণ্য পেটেন্ট মামলায় জরিয়ে পড়ে স্যামসাং আর অ্যাপল। এখনো গ্যালাক্সি এসথ্রি এবং এসথ্রি মিনি নিয়েও চলছে দারুণ টানাপোড়েন।
এদিকে ৫ থেকে ৭ ইঞ্চি পর্দার স্মার্টফোন আর ট্যাবলেট আকৃতি নিয়ে চলছে ব্যয়বহুল গবেষণা। এ ধরনের পণ্য নিয়ে বাজারে আলোড়ন তোলা বেশ কঠিন চ্যালেঞ্জই। তবে বাজার প্রতিযোগিতা যতই কঠিন হোক না কেন, এ ধরনের পণ্য তৈরিতে আগ্রহে পিছপা হচ্ছে না কেউই। তবে মূল স্নায়ুযুদ্ধটা চলছে অ্যাপল আর স্যামসাংকে ঘিরেই।
বাংলাদেশ সময় ২২০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২