ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট নিয়ন্ত্রণ চুক্তি: দুবাইয়ে সম্মেলন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
ইন্টারনেট নিয়ন্ত্রণ চুক্তি: দুবাইয়ে সম্মেলন শুরু

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সম্মেলন। জাতিসংঘের অধীন এই সংস্থার সম্মেলনে অংশ নিচ্ছে ১৯৩টি দেশের সরকারি নিয়ন্ত্রক সংস্থা।



সম্মেলন শুরু হয় গত ৩ ডিসেম্বর।

বলেছেন, সম্মেলনে আইটিইউয়ের যোগাযোগবিষয়ক চুক্তিতে সংশোধনী আনা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিশ্বের অন্যতম ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল সতর্ক করে দিয়ে বলেছে, এটা মুক্ত ইন্টারনেট-ব্যবস্থাকে হুমকিতে ফেলেছে।

এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের ইন্টারনেট যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকে আশংকা করছেন।

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়ন মন্তব্য করেছে, বর্তমানে ইন্টারনেট যেভাবে পরিচালিত হচ্ছে, সেটাকেই ভালো।
তবে আইটিইউ সবাইকে আশ্বস্ত করেছে, তারা সে রকম কিছু করতে যাচ্ছে না। সংস্থাটির বক্তব্য, ইন্টারনেটের অবকাঠামো খাতে বিনিয়োগ ও ইন্টারনেটে আরও বেশিসংখ্যক মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল।

আইটিইউয়ের মহাসচিব হামাদুন টুর সম্মেলন শুরুর আগে বলেন, “নিষ্ঠুর সত্য হচ্ছে, ইন্টারনেট ধনী বিশ্বের করায়ত্তে রয়ে গেছে। আইটিইউ এ অবস্থার পরিবর্তন চায়। ”

বিশ্বের টেলিযোগাযোগ-ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষার বিষয়ে সংস্থাটির এবারের ওয়ার্ল্ড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনসের (ডব্লিউসিআইটি) যে পরিমাণে সাড়া পাওয়া গেছে, তা ১৯৮৮ সালের পর সবচেয়ে বড়।
সূত্র: বিবিসি

এমআইআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।