ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিক্রি হচ্ছে নকিয়ার প্রধান দপ্তর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১২
বিক্রি হচ্ছে নকিয়ার প্রধান দপ্তর!

ঢাকা: অর্থনৈতিক সংকটে পড়ে সদর দপ্তরের ভবন বিক্রি করার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোকিয়া। রাজধানী হেলসিংকির অদূরের ওই ভবন ১৭ কোটি ইউরোয় বিক্রি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।



মঙ্গলবার কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

নোকিয়ার অর্থনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা টিমো ইহামৌতিলা বলেছেন, “নোকিয়ার মূল ব্যবসা রিয়েল এস্টেটের মালিক হওয়া নয়। যখন ভালো সুযোগ আসছে তখন আমরা এ ধরনের অমৌলিক সম্পদগুলো ছেড়ে দিচ্ছি। ”

ফিনল্যান্ডের রিয়েল এস্টেট কোম্পানি এক্সিলনের কাছে ভবনটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ।

অর্থ সংকটে পড়া নোকিয়া একসময় বিশ্বের মোবাইল হ্যান্ডসেট বাজারে আধিপত্য করেছিল। গত অক্টোবরে কোম্পানির নামে সদর দপ্তরের নাম করে ‘নোকিয়া হাউজ’। জলধারার পাশে কাঁচ ও ইস্পাতের তৈরি এ ভবনটি ১৯৯০-এর দশকে তৈরি করা হয়েছিল। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল সেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে নিজের আসন দখল করে নিয়েছিল নোকিয়া।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১২
সম্পাদনা: শরিফুল ইসলাম/আরআর;eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।