ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন বাজারে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, আগস্ট ৮, ২০২৫
সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন বাজারে  স্মার্টফোন

কম দামে স্মার্টফোন খুঁজছেন? আপনার জন্যই বাজারে এসেছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল)–এর নতুন স্মার্টফোন GDL GigaX Y30। এর দাম মাত্র ৯,৪৯০ টাকা।

 

দেশের প্রযুক্তিপণ্য বাজারে আগেও এই ফোনটি এনে ভালো সাড়া পেয়েছিল প্রতিষ্ঠানটি। এবার আবারও আনা হয়েছে এটি।

ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ-যা ভিডিও দেখা, গেম খেলা বা মোবাইল চালনার অভিজ্ঞতাকে করবে আরও মসৃণ ও প্রাণবন্ত। স্ক্রিন ডিজাইনে যুক্ত হয়েছে আধুনিক ডাইনামিক আইল্যান্ড।

ফোনের ভেতরে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606 চিপসেট এবং রয়েছে সর্বোচ্চ ১০ গিগাবাইট র‌্যামের মধ্যে ৪ গিগাবাইট ফিজিক্যাল র‌্যাম ও ৬ গিগাবাইট ভার্চুয়াল র্যাম, যা একসঙ্গে স্মার্টফোনে দ্রুত কাজ ও গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী।

ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল পেছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, যা দিয়ে আপনি স্পষ্ট ও উচ্চমানের ছবি এবং সেলফি তুলতে পারবেন।

দীর্ঘসময় ব্যবহার নিশ্চিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ টাইপ-সি চার্জিং পোর্ট দিয়ে দ্রুত চার্জ হবে। ফলে ফোনটি সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, সঙ্গে জিডিএল-এর নিজস্ব ইউজার ইন্টারফেস, যা ফোন ব্যবহারে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং, অর্থাৎ এটি ধুলা ও পানির সামান্য ঝাপটাতেও টিকে থাকতে সক্ষম।

গ্রামীণ ডিস্ট্রিবিউশন জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে যেন আধুনিক ফিচার যুক্ত স্মার্টফোন পৌঁছে যায়, সেজন্যেই তারা GigaX Y30 বাজারে এনেছে।

ফোনটি কিনতে ভিজিট করুন
shop.grameendistribution.com, https://www.grameendistribution.com/
এছাড়াও দেশের যেকোনো অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এটি পাওয়া যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।