ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মার্চেই আইফোন ৬.১ দর্শন!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৩
মার্চেই আইফোন ৬.১ দর্শন!

নতুন বছরে অঙ্কটা খাতা না খুলতেই আইফোন চমকে ভক্তদের মনে দারুণ উন্মাদনা ছড়িয়েছে। কারণ নতুন আইফোন অপারেটিং সিস্টেমের সফল পরীক্ষা করেছে অ্যাপল।

তবে তা নিতান্তই গোপনে। মূলত অপারেটিং সিস্টেমের পরীক্ষার কারণেই এমন তথ্য বেড়িয়ে এসেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এমন খবরের জোয়ারে ভেসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নাসদাক শেয়ার বাজারও। এরই মধ্যে ২.৬ ভাগ শেয়ার মূল্য বেড়েছে। প্রিমার্কেট ট্রেডিংয়ের হিসাব মতে, ৫৩২ ডলারের শেয়ার মূল্য বেড়ে ৫৪৬ ডলারে এসে দাঁড়িয়েছে।

এ মুহূর্তে পাওয়া তথ্যমতে, আইফোনের ৬.১ মডেলে থাকছে আইওএস অপারেটিং সিস্টেম ৭, অভিনব আইডেন্টিফায়ার ফিচার এবং নতুন অ্যাপসমৃদ্ধ এ তিন বিশেষ গুণ নিয়ে আত্মপ্রকাশ করবে। ২০১৩ সালের নতুন আইফোনে আসবে কয়েকটি সংস্করণে। আর তা সিরিজ আকারে মূল্যভেদে বাজারে ভোক্তা তৈরি করবে।

তবে আইফোন ৫.১ এবং ৫.২ নামে দুটি মডেল বাজারে আসতে পারে। এমনটাও বলছেন অ্যাপল বিশেষজ্ঞেরা। এতে থাকবে অ্যাপল ঘরানার আইওএস ৬ সংস্করণের অপারেটিং সিস্টেম।

সব মিলিয়ে আগামী মার্চের মধ্যেই নতুন আইফোন বাজারে আসছে এমনটা ধারণা করছেন প্রযুক্তির বাজার বিশ্লেষকেরা। ভক্তরাও বুনতে শুরু করেছেন নতুন প্রত্যাশা।

বছরের শুরুতেই অ্যাপলের এমন উদ্ভাবনার চর্চা বিশ্বপ্রযুক্তি অঙ্গনে ২০১৩ সালের লড়াইকে শুরু থেকেই চাঙ্গা করে তুলেছে। তাই এ বছরের আসন্ন স্যামসাং, গুগল আর অ্যাপলের ত্রিমুখী স্মার্ট লড়াইয়ের শুরুটা অ্যাপল দিলেই সরব হয়ে উঠল।

বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।