এবারের সিইএস প্রদর্শনীতে নিজেদের নতুন পণ্য গোরিলা গ্লাসথ্রি বাজারে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্ক্রিন/ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান করনিং। সম্পূর্ণ নতুন প্রযুক্তির এ কাঁচ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।
এ মুহূর্তে অ্যাপল, স্যামসাং, এলজি, নকিয়া, মটোরোলা থেকে শুরু করে সব প্রতিষ্ঠানই ডিসপ্লে নির্মাণে এ গোরিলা গ্লাস ব্যবহার করে। বিশেষভাবে তৈরি এ কাঁচ ঘাতসহ ও স্ক্র্যাচহীন এবং টাচস্ক্রিনের জন্য ব্যবহারযোগ্য।
চিরাচরিত ঘাতসহ বৈশিষ্ট্য তৃতীয় প্রজন্মের গোরিলা গ্লাসকে বিশেষ শক্তিশালী করা হয়েছে। করনিংয়ের মতে, এ কাঁচের ওপর দাগ ফেলতে চাবি বা পাথর ধরনের বস্তুর আগের চেয়ে অন্তত তিনগুণ বেশি বল প্রয়োগ করতে হবে। গোরিলা গ্লাসথ্রি তাদের দীর্ঘ গবেষণার ফল। এটি স্ক্রিনের প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে ৫০ ভাগ বাড়িয়েছে।
আসছে নভেম্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৭৫টিরও বেশি পণ্যে ১০০ কোটির বেশি গোরিলা গ্লাসথ্রি ব্যবহার করা হবে।
বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান