ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোয়ালকম নিয়ে এলো নতুন প্রসেসর

হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
কোয়ালকম নিয়ে এলো নতুন প্রসেসর

বিশ্বখ্যাত মোবাইল প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের নতুন প্রসেসর উন্মোচন করেছে। মঙ্গলবার সিইএস ২০১৩ মেলার প্রথম দিনে স্ন্যাপড্রাগন ৮০০ মডেলের এ প্রসেসর উন্মুক্ত করে তারা।



নির্মাতাদের দাবি, কোয়ালকমের আগের সবচেয়ে শক্তিশালী চিপ স্ন্যাপড্রাগন এস৪-এর চেয়ে এটি অন্তত ৭৫ শতাংশ বেশি শক্তিশালী। এর সর্বোচ্চ ক্লক স্পিড ২ দশমিক ৩ গিগাহার্জ। সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হলো, নতুন এ প্রসেসর ৪কে (3840 × 2160 পিক্সেল) রেজুল্যুশনের ভিডিও ধারণ করতে বা প্লে করতে সক্ষম! একই সঙ্গে সর্বোচ্চ ৫৫ মেগাপিক্সেল প ক্যামেরা ও হাই ডেফিনিশন মাল্টিচ্যানেল অডিও সাপোর্ট করবে এটি।

এছাড়া এর অনুষঙ্গ গ্রাফিক্স প্রসেসর অ্যান্ড্রেনো ৩৩০-ও আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী গ্রাফিক্স প্রসেসর। কোয়ালকমের দাবি, মোবাইল ফোনের গ্রাফিক্স এর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।

এতোসব দারুণ ফিচার থাকলেও একে পাল্লা দিতে হবে এনভিডিয়ার টেগ্রা ৪ ও অ্যাপলের এ৬এক্স প্রসেসরের সঙ্গে, যা মোটেই সহজ হবে না বলে মেলার দর্শনার্থীরা মনে করছেন। তবে নতুন ও প্রসেসরের মাধ্যমে স্মার্টফোন ও ট্যাবলেট আরও একধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।