ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আ.লীগপন্থী সাইটগুলো হুমকিতে!

বিশেষ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
আ.লীগপন্থী সাইটগুলো হুমকিতে!

ঢাকা: দীপুমনি ডটকম হ্যাকড। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নামের এ সাইটটি এ মুহূর্তে পুরোপুরি হ্যাকারদের দখলে।

সিলেট সিকিউরিটি সাইবার গ্রুপ নামে একটি দেশি হ্যাকার দল নামধারী এ সাইটটি হ্যাকের সুস্পষ্ট দায়িত্ব নিয়েছে।

হ্যাকের উদ্দেশ্যে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির নিখোঁজ সভাপতি এম ইলিয়াস আলী সম্পর্কে সরকারের নিরব ভূমিকা। যদি ইলিয়াস আলীকে খোঁজার প্রক্রিয়া আরও সক্রিয় করা না হয় তাহলে আওয়ামী লীগপন্থী যতগুলো সাইট আছে সবই এক এক করে হ্যাক করা হবে।

হ্যাক করা সাইটে সরকার সম্পর্কে অনেক আপত্তিকর কথা তুলে ধরা হয়েছে। এটি এক ধরনের অপপ্রচার। শুধু হ্যাক হলে বিষয়টি ভিন্ন ছিল। কিন্তু হ্যাকের সঙ্গে অপপ্রচার মোটেও কোনো গণতান্ত্রিক চর্চার জন্য শুভ বার্তা নয়। এমনটাই বাংলানিউজকে জানিয়েছে দেশের অনলাইন বিশেষজ্ঞেরা।

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষে থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে দল সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।