ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বপ্নের ঘুম প্রযুক্তির বালিশেই!

সায়ার শেরিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
স্বপ্নের ঘুম প্রযুক্তির বালিশেই!

এরই মধ্যে বিখ্যাত কনজ্যুমার ইলেকট্রনিক্স প্রদর্শনীর উন্ম‍াদনা ছড়াতে শুরু করেছে। এ প্রদর্শনীতে প্রযুক্তিনির্ভর বালিশ দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।



সাধারণ বালিশের মত দেখালেও এতে আছে মেমোরি এবং স্পিকার। এ বালিশ মাথায় রেখে সারাদিনের ক্লান্তি দূর করতে গান শোনা যাবে। মধুর গানের সুরে নিজের অজান্তেই চলে যাওয়া যাবে স্বপ্নের দেশে।

আসলে মজাটা হচ্ছে, বালিশটি তারহীন (ওয়্যারলেস) মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ছাড়াও নিজের ইচ্ছামতো গানের শব্দ বাড়ানো কমানোও যাবে। আছে অ্যালার্ম ক্লক। সকালে ঘুম থেকে উঠতেও সমস্যা হবে না ব্যবহারকারীদের।

এ বালিশটি ব্যাটারি দিয়ে পরিচালিত হবে বলে চার্জের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে বালিশের ফোমের ভেতর নিয়ন্ত্রণ যন্ত্র আছে। তাই বালিশে মাথা রাখলেও মনেই হবে না ঘুমাচ্ছেন প্রযুক্তিনির্ভর বালিশে। এ বছরের মধ্যভাগে বাজারে বিক্রির জন্য এ বালিশ অবমুক্ত করা হবে। প্রত্যাশিত দাম ১২৯ মার্কিন ডলার।

বাংলাদেশ সময় ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।