এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ছোট ব্যাটারি চার্জার নিয়ে এল পকেটসেল ডুয়ো। উদ্ভাবক প্রতিষ্ঠান ইনারজি।
সবচেয়ে হালকা গড়নের, পাতলা এবং শক্তিশালী পোর্টেবল রিচার্জেবল ব্যাটারি হিসেবে ইনারজি এখন বিশ্বসেরা। এ রিচার্জেবল চার্জারের ওজন ১৩৩ গ্রাম। পুরুত্ব মাত্র ১ ইঞ্চি। বিজনেস কার্ডের তুলনায় এটি পুরুত্বে সামান্য বড় হবে।
এ চার্জারের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের মধ্যে আছে ২.১ এএমপি ইউএসবি পাওয়ার পোর্ট। এটি একই সঙ্গে দুটি পণ্যকে চার্জ করার ক্ষমতা রাখে। এ পণ্যটি অ্যাপল আইওএস ডিভাইস সার্টিফায়েড। এ ছাড়াও যেকোনো মানের স্মার্টফোনকে দ্রুত চার্জ করতে সক্ষম।
এর মাধ্যমে আইপ্যাডকে ৭ ঘণ্টা ব্যবহারযোগ্য চার্জ দেওয়া সম্ভব। এ ছাড়াও অ্যানড্রইডভিত্তিক স্মার্টফোনকে অনায়াসে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপযোগ্য চার্জ করতে পারে এ খুদে পকেটসেল ব্যাটারি।
এ ছাড়াও অ্যাপল পণ্যের ৩০ পিন সমর্থিত ম্যাজিক কেবল আছে এ ব্যাটারিতে। আছে মাইক্রো এবং মিনি ইউএসবি সংযোগ। এ মুহূর্তে উত্তর আমেরিকায় ৯৯.৯৯ ডলারে (১২২ সিঙ্গাপুর ডলার) এ খুদে রিচার্জেবল ব্যাটারি পাওয়া যাচ্ছে। আসছে মার্চে সিঙ্গাপুরে এ পণ্যের বাণিজ্যিক বিপণন শুরু হবে।
বাংলাদেশ সময় ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩