ঢাকা: ভারতভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কাপুর পদত্যাগ করছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করবেন।
ভারতের একটি সংবাদ মাধ্যম কোম্পানিটির একটি বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
কোম্পানির বিবৃতিতে জানানো হয়েছে, বতর্মান বিশেষ প্রকল্প বিষয়ক গ্রুপ ডিরেক্টর গোপাল ভিত্তাল সঞ্জয় কাপুরের স্থলাভিষিক্ত হবেন। তিনি ১ মার্চ থেকে দায়িত্ব নেবেন ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতী গ্রুপের এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে প্রায় ১৫ বছর কাটানোর পর সঞ্জয় কাপুর ভারতীর বাইরে তার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন। ”
ভারত ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানিটি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফ্রিকার ১৭টি দেশে কার্যক্রম চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ০০২০, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com