ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ৩ দিনের ই-কমার্স এক্সপো

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
ঢাকায় ৩ দিনের ই-কমার্স এক্সপো

আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশের প্রথম ই-বাণিজ্য এক্সপোর প্রস্তুতিমূলক আলোচনা সভা হয়েছে। এ এক্সপোর আয়োজক মাসিক কম্পিউটার জগৎ।

এ ই-বাণিজ্যের স্লোগান হচ্ছে ‘ঘরে বসে কেনাকাটার উৎসব’।

বাংলাদেশে ই-কমার্স সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে কমপিউটার জগৎ ঢাকাস্থ সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরির শাহবাগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী এডিসি (সার্বিক)। এ ছাড়াও ছিলেন বেসিসের পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, বাংলাদেশ ব্যাংকের এসএম তোফায়েল আহমেদ, গ্রামীণফোনের এম হাফিজুর রহমান খান, ব্যাংক এশিয়ার কাজী মর্তুজা ছাড়াও বিভিন্ন ব্যাংক, মোবাইল ফোন এবং ই-কমার্স সম্পর্কে সংশ্লিষ্ট আগ্রহীরা।

ই-বাণিজ্য প্রদর্শনীর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন কমপিউটার জগৎ-এর কারিগরি সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল। আলোচনা সভায় প্রদর্শনীকে সফল করতে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে আয়োজন কমিটি। এ ছাড়া বেসিসের পরিচালক শাহ ইমরাউল কায়ীশকে আহ্বায়ক করে সেমিনার কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ই-কমার্স বাংলাদেশে নতুন একটি ধারণা হলেও আধুনিক বিশ্বে এক দশকেরও বেশি সময় ধরে এ ব্যবসা জনপ্রিয় হয়েছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময় ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।