সম্প্রতি জাপানের নিকেই বিজনেস নামের একটি দৈনিকে প্রকাশ পেয়েছে জাপানে রিম নির্মিত হ্যান্ডসেট বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুসারে জাপানি ভাষা সমন্বয়ে রিমের ব্যর্থতার ফলে এ সিদ্ধান্ত আসছে।
তবে যেসব ব্যবহারকারী ইতিমধ্যে সেবাটি উপভোগ করছে তাদের ক্ষেত্রে কোনো প্রভাব আসবেনা এমন তথ্যও দেওয়া হয়েছে। সেইসব ব্যবহারকারীদের জন্য অফারকৃত সেবা প্রদানের কাজ অব্যাহত রাখবে রিম। কিছু সময় আগে রিসার্চ ইন মোশনের নতুন দুটি সময়োপযোগী স্মার্টফোন প্রকাশ পায় যেখানে নামের পরিবর্তন আনা হয়েছে।
দৈনিকটি আরও জানিয়েছে জাপানে ব্ল্যাকবেরির বাজার শেয়ার ৫ শতাংশ থেকে ০.৩ শতাংশে নেমে আসে। এদিকে নির্মাতা প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে এ মুহূর্তে কোনো ধরনের মন্তব্য করবেনা বলেও উল্লেখ হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩