ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টক অব দ্য টেক:::

নকিয়া ও মাইক্রোসফট জুটি বাঁধছে!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
নকিয়া ও মাইক্রোসফট জুটি বাঁধছে!

এবার গ্রাহক সেবার উদ্দেশ্যে নকিয়া এবং মাইক্রোসফট একজোট হওয়ার গুজব উঠেছে। এরই মধ্যে নকিয়া উইন্ডোজভিত্তিক ফোন তৈরিতে প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

মোবাইল রিভিউ সূত্র এ তথ্য জানিয়েছে।

এ তথ্য অনুযায়ী নকিয়ার তৈরি স্মার্টফোনগুলোতে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে পারে। সংবাদমাধ্যম মোবাইল রিভিউ এর প্রধান সম্পাদক অ্যালডার মুর্তাজিন এ তথ্য প্রকাশ করেছেন।

তার ভাষ্যমতে, নকিয়ার সিম্বিয়ান মোবাইল অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় নকিয়া এ নতুন উদ্যোগের কথা ভাবছে।

উল্লেখ্য, আগে নকিয়ার এন৮ মডেলের স্মার্টফোন বাজারে আসার অনেক আগেই এর বিভিন্ন দিক নিয়ে অ্যালডার মুর্তাজিন প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তাই এবারও তার এ গুজব সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

কারণ এ গুজব সত্য হলে তা মোবাইল ফোনের বিশ্বে অ্যাপল আইফোন এবং গুগল অ্যানড্রইড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।